Monday, January 15, 2018

বিশ্বের শীর্ষ ধনী ইঞ্জিনিয়ার....!!!

বিশ্বের শীর্ষ ধনী ইঞ্জিনিয়ার…..।

বিশ্বের শীর্ষ ১০ ধনীর ৭জনই ইঞ্জিনিয়ার। তারা কেউ বিসিএস ক্যাডার নন এবং কি সরকারী কোন প্রতিষ্ঠানের বড় ইঞ্জিনিয়ারও ছিলেন না। তাদের সবার সাফল্যের চাবিকাঠি একটাই; ব্যবসা। আসুন আজ জেনে নেই সেই ৭জন শীর্ষ ধনী সম্পর্কে, যারা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেনঃ


১) বিল গেটসঃ বিল গেটস একটি নাম নয়, একটি ইতিহাস। তাকে চেনে না এমন অল্পশিক্ষিত মানুষ পাওয়াও দুর্লভ। টানা ১৭ বছর বিশ্বের শ্রেষ্ঠ ধনী ছিলেন বিল গেটস। ২০১০ সালে কার্লোস স্লিমের কাছে শীর্ষস্থান হারালেও ৪বছর পর ২০১৪ থেকে তিনি আবার স্বপদ দখল করেন। মানবদরদী এই কম্পিউটার প্রোগ্রামার হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিন্তু পড়াশুনা শেষ না করেই ১৯৭৪ সালে শিক্ষাজীবনের ইতি টেনে ব্যবসায় নামেন। মানবসেবার জন্য ২০০০ সালে বিল এন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন চালু করেন এবং ২০০৯ সালে ওয়ারেন বাফেটের সাথে ঘোষনা দেন অর্জিত অর্থের অর্ধেক মানবসেবায় ব্যয় করার।

২) জেফ বোজেসঃ বিশ্বের সর্ববৃহৎ অনলাইন শপিং সাইট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বোজেস ২০১৭ সালের ২৭শে জুলাই বিল গেটসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করেন। অক্টোবরের ২৭ তারিখ বিল গেটসের কাছে শীর্ষস্থান হারান তিনি। তার মোট সম্পদের পরিমান ১০৫.১ বিলিয়ন ডলার। বিশ্বের ৩য় শীর্ষ ধনী জেফ বোজেস একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ১৯৮৬ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স সম্পন্ন করেন।

৩) কার্লোস স্লিমঃ মেক্সিকো স্টক এক্সচেঞ্জের ৪০% একাউন্টসের মালিক কার্লোস স্লিম। বিল গেটসকে হটিয়ে ২০১০ সালে বিশ্বের শীর্ষ ধনী পদ দখল করেন এবং টানা ৪বছর স্বস্থানে বহাল ছিলেন। ২০১৪ সালে বিল গেটসের কাছে শীর্ষস্থান হারানো কার্লোস স্লিমের বর্তমান সম্পদের পরিমান ৬৪.৫ বিলিয়ন ডলার এবং বর্তমানে ৬ষ্ঠ শীর্ষ ধনী। মেক্সিকোর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেছেন তিনি।

৪) ডেভিড কোচ ও চার্লস কোচঃ বিশ্ববিখ্যাত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করা দুই ভাই ডেভিড ও চার্লস বিশ্ববিখ্যাত কেমিক্যাল ও পেট্রোলিয়াম কোম্পানী কোচ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট। দুই ভাই কোচ এর ৮৪% শেয়ারের মালিক এবং দুইজনের সম্মিলিত সম্পদ ৯৬.৬বিলিয়ন ডলার।

৫) মাইকেল ব্লুমবার্গঃ নিউইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ বর্তমানে বিশ্বের ১০ম শীর্ষ ধনী। ১৯৬৪ সালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর অব সায়েন্সে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

৬) মাইক জুকারবার্গঃ হার্বার্ডের ডরমেটরিতে ফেসবুক আবিষ্কার করা বালকটি এখন বিশ্বের ৫ম শীর্ষ ধনী এবং ৭৪.২বিলিয়ন ডলারের মালিক। কম্পিউটার সায়েন্সের ছাত্র জুকারবার্গ ২০১৬ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় ১০ম স্থানে ছিলেন।

ইঞ্জিনিয়ারিং পড়েও তারা Determination, Hard Work এবং Innovation কারনে সফল ব্যবসায়ী হয়েছেন

No comments:

Post a Comment