Saturday, January 20, 2018

নিদাহাস ট্রফির সূচি প্রকাশ!!!

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী মার্চে দেশটিতে আয়োজিত হতে যাচ্ছে ‘নিদাহাস ট্রফি’ ২০১৮ আসর। তিন-জাতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় স্বাগতিক শ্রীলঙ্কার সাথে অংশ নিবে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল।


প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো বেশ কিছুদিন আগে নির্ধারিত হয়ে গেলেও এবার নির্ধারিত হলো প্রতিযোগিতাটির সূচি।
নিদাহাস ট্রফি ২০১৮ আসরের প্রকাশিত সূচি অনুযায়ী আসরের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত ক্রিকেট দল। একদিন বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো, যেখানে নিজেদের প্রথম ম্যাচে ৮ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এর একদিন বাদে আবার স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানরা।
ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো। যার ফলে আসরে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই প্রতিযোগী ফাইনালের জন্য নির্বাচিত হবে। ফাইনাল ম্যাচের আগে দ্বিতীয়বারের দেখায় ১৪ মার্চ ভারতের এবং ১৬ মার্চ আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। আসরের পর্দা নামবে ১৮ মার্চ। প্রতিযোগিতার সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে।


শ্রীলঙ্কার ৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে এর আগে ১৯৯৮ সালে শেষবারের মতো আয়োজিত হয়েছিল নিদাহাস ট্রফি। ওয়ানডে ফরম্যাটের ঐ আসরে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ভারত ক্রিকেট দল। তবে এবার একদিনের প্রতিযোগিতা থেকে সরে এসে আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, বর্তমানে সফরকারী শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলছে স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতায় দুই ম্যাচ খেলে দুই দাপুটে জয়ে ইতোমধ্যে আসরের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের পর বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে আসরের ফাইনাল খেলার দৌঁড় থেকে অনেকটাই ছিটকে গেছে লঙ্কানরা।

         নিদাহাস ট্রফি ২০১৮ আসরের সূচি-

    তারিখ                                          দল
৬ মার্চ ২০১৮                     শ্রীলঙ্কা বনাম ভারত
৮ মার্চ ২০১৮                   বাংলাদেশ বনাম ভারত
১০ মার্চ ২০১৮               বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১২ মার্চ ২০১৮                    শ্রীলঙ্কা বনাম ভারত
১৪ মার্চ ২০১৮                বাংলাদেশ বনাম ভারত
১৬ মার্চ ২০১৮               বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৮ মার্চ ২০১৮                            ফাইনাল


(Source: bdcrictime.com)

To know more information please visit our blog.


No comments:

Post a Comment